Parbo Na (পারবো না) Lyrics by Marcell & Konal | Bangla New Song 2022
Song's Informations
Name of the Song - Parbo Na
Song's Vocalist - Marcell and Konal
Song's Composer - Marcell
Song's Lyricist - Robiul Islam Jibon
Song's Release Date - 03 August 2022
Song's Published on CMV Youtube Channel
This song is a song of Bengali Drama
Name of the Drama - Wedding Diary
Starring - Tawsif and Tanjin Tisha
Director - Rafat Mozumder Rinku
Release Date - 2022
Language - Bengali
Country - Bangladesh
"পারবো না" গানের সম্পূর্ণ লিরিক্স
ইচ্ছে রঙে তোমায় সাজিয়েছি
মনে মনে তোমার হয়ে গেছি
তোমায় নিয়ে উড়তে রাজি আছি
মোরে মোরে তোমার প্রেমেই বাঁচি।
হোক না যতই কঠিন
কখনো কোন দিন তোমার পিছু ছাড়বো না
পারবো না পারবো না পারবো না
আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না।
আঙুলে আঙুল রেখে হাঁটতে চাই
তোমার সাথে
তুমি নামের ঠিকানায় থাকতে চাই
দিনে রাতে।
আঙুলে আঙুল রেখে হাঁটতে চাই
তোমার সাথে
তুমি নামের ঠিকানায় থাকতে চাই
দিনে রাতে।
হোক না যতই কঠিন
কখনো কোন দিন তোমার পিছু ছাড়বো না।
পারবো না পারবো না পারবো না
আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না
পারবো না পারবো না পারবো না
আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না।
আবেগে আবেগ মেখে
রাখতে চাই তোমায় ধরে
একটা সুখের পৃথিবী
আঁকতে চাই যতন করে।
আবেগে আবেগ মেখে
রাখতে চাই তোমায় ধরে
একটা সুখের পৃথিবী
আঁকতে চাই যতন করে।
হোক না যতই কঠিন
কখনো কোন দিন তোমার পিছু ছাড়বো না।
পারবো না পারবো না পারবো না
আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না
পারবো না পারবো না পারবো না
আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না।
إرسال تعليق