Monta Korli Dui (মনটা করলি দুই) Lyrics by Real Ashique | Bangla New Song 2022
Song's Informations
Name of the Song - Monta Korli Dui
Song's Vocalist - Real Ashique
Song's Composer - Real Ashique
Song's Lyricist - A.R Dhruba
Song's Release Date - 04 August 2022
Song's Published on R3 Tune Youtube Channel
"মনটা করলি দুই" গানের সম্পূর্ণ লিরিক্স
সুখে থাকিস বন্ধু আমার
ভালো থাকিস তুই
মিথ্যে আশায় তুই যে আমার
মনটা করলি দুই।
কেড়ে নিলি নিশ্বাস
ভেঙে দিলি বিশ্বাস
দিলি জ্বালা শুধুই।
এক মনে দুইজন করতে পারে না
কভু বাস
তুই আমায় দিয়ে ব্যাথা
কার বুকে রেখে মাথা।
গোপনে আদর কুড়াস
পোড়ে শুধু এই বুক
ভাসে শুধু তোরই মুখ
দিলি কাঁটা শুধুই।
অভিশাপ দেবনা
দিস যদি মুখে তুলে বিষ
প্রার্থনা করবো
আর শুধু বলবো।
সেই বিষে তুই না জ্বলিস
দিস যদি আরো জ্বালা
শত শত অবহেলা
বলবো না তো কিছুই।
إرسال تعليق