Ads:

Majhi Loiya Zao (মাঝি লইয়া যাও) Lyrics by Jubayer Ahmad Tashrif | Bangla New Gojol 2022

গজলের নাম - মাঝি লইয়া যাও
কন্ঠশিল্পী - জুবায়ের আহমদ তাশরীফ
সুরকার - ফয়জুল ইসলাম আলোরন
গীতিকার - ফয়জুল ইসলাম আলোরন

বাংলা ইসলামিক গজল অপূর্ব সুন্দর ও প্রশান্তির। "মাঝি লইয়া যাও" গজলটি খুবই মনোমুগ্ধকর, যা আপনার মনকে প্রশান্তি দিবে। "মাঝি লইয়া যাও" গজলটি গেয়েছেন কন্ঠশিল্পী জুবায়ের আহমদ তাশরীফ। তার অপূর্ব কণ্ঠ গজলটিকে করেছেন অতি আকর্ষণীয়। গজলটিতে সুর করেছেন ফয়জুল ইসলাম আলোরন। গজলটি ইউটিউব চ্যানেল Tarana -এ 04 August 2022 -তে প্রকাশিত হয়।


"মাঝি লইয়া যাও" গজলের সম্পূর্ণ লিরিক্স

মাঝি লইয়া যাও রে
এই গরিবের দেহ খানি,
সোনার মদিনায় রে
মাঝি লইয়া যাও রে।

মাঝি লইয়া যাও রে
এই গরিবের দেহ খানি,
সোনার মদিনায় রে
মাঝি লইয়া যাও রে।

মনে বড় আশা আমার যাবো মদিনায়
এই গরিবের সালাম খানি,
এই গরিবের সালাম খানি
দিবো পাক রওজারে মাঝি।

লইয়া যাও রে মাঝি লইয়া যাও রে
এই গরিবের দেহ খানি
সোনার মদিনারে লইয়া যাও রে।

যেতে যদি পারতাম আমি
সদূর মদীনায়,
রওজা পাকের পথের দুলী
মাখাতাম সারা গায়।

মাঝি লইয়া যাও রে
এই গরিবের দেহ খানি,
সোনার মদিনায় রে
মাঝি লইয়া যাও রে।

এমন দেশে বসত করি
যে দেশে নাই রওজা,
এভাবেতে কাটলে জীবন
সবি হবে বৃথা রে।

মাঝি লইয়া যাও রে
মাঝি লইয়া যাও রে
এই গরিবের দেহ খানি,
সোনার মদিনায় রে
মাঝি লইয়া যাও রে।

মাঝি লইয়া যাও রে
এই গরিবের দেহ খানি,
সোনার মদিনায় রে
মাঝি লইয়া যাও রে।

মাঝি লইয়া যাও রে
এই গরিবের দেহ খানি,
সোনার মদিনায় রে
মাঝি লইয়া যাও রে।

Post a Comment

Previous Post Next Post