Ads:

Kalboshekheer Poddo (কালবোশেখীর পদ্য) Lyrics by Pritam Das | Bangla New Song 2022

Song's Informations
Name of the Song - Kalboshekheer Poddo
Song's Vocalist - Pritam Das
Song's Composer - Pritam Das
Song's Lyricist - Kritee Roy
Song's Release Date - 06 August 2022
Song's Published on Taalpatar Shepai Youtube Channel


"কালবোশেখীর পদ্য" গানের সম্পূর্ণ লিরিক্স

নামাইয়া আইনো চান্দের আঁকশি খানা প্রিয়
নামাইয়া আইনো চান্দের আঁকশি খানা প্রিয়
মেঘের নূপুরে বারিষ আঁইক্যা দিও
মেঘের নূপুরে বারিষ আঁইক্যা দিও।

তটিনী চিনি চিনি
আপনভোলা তিনি
আকাশের বাড়ি চিনে
পৌঁছাইয়া গেলো দিনে।

প্রেমে পড়িল বুঝি পরাণ না মানিলো
নামাইয়া আইনো চান্দের আঁকশি খানা প্রিয়।

সাজাও বাসর ...

সাজাও বাসর বন্ধু ফুলেরও আঙিনায়
শিশিরের আল্পনা দাও ঘাসেরও গালিচায়।

আকাশে জোছনা জ্বলে
তারারও মালিকা দোলে
নদীরও বুকে লাজে জলের ছলাৎ ছলাৎ।

ফিরোজা ওড়না তারে জড়াইয়া দিও
নামাইয়া আইনো চান্দের আঁকশিখানা প্রিয়
নামাইয়া আইনো চান্দের আঁকশিখানা প্রিয়।

মিলন হইবে ...

মিলন হইবে আজি কালবোশেখীর রাতে
বকুলও ফুল ফুটাইয়া আতর ছিটায় তাতে
মিলন হইবে আজি কালবোশেখীর রাতে
বকুলও ফুল ফুটাইয়া আতর ছিটায় তাতে।

প্রেমিকা তন্বী নদী
বাঁকিয়া গেলো যদি
আসমানও বাজ হানিয়া
গান শুনাইয়া দিলো।

দিগন্তে আকাশ আইস্যা নদীরে জড়াইলো ... 

নামাইয়া আইনো চাঁদের আঁকশি খানা প্রিয়
নামাইয়া আইনো চাঁদের আঁকশিখানা প্রিয়।

Post a Comment

Previous Post Next Post