Ads:

Eto Sundor Keno Tui (এতো সুন্দর কেনো তুই) Lyrics by Rubel Khandokar | Bangla New Song 2022

Song's Informations
Name of the Song - Eto Sundor Keno Tui
Song's Vocalist - Rubel Khandokar
Song's Composer - Rubel Khandokar
Song's Lyricist - Rubel Khandokar
Song's Release Date - 25 August 2022
Song's Published on DP Music Station Youtube Channel

বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "এতো সুন্দর কেনো তুই" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "এতো সুন্দর কেনো তুই" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী রুবেল খন্দকার। তার অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন রুবেল খন্দকার এবং গানটির কথা লিখেছেন রুবেল খন্দকার। গানটি ইউটিউব চ্যানেল DP Music Station -এ 25 August 2022 -তে প্রকাশিত হয়।


"এতো সুন্দর কেনো তুই" গানের সম্পূর্ণ লিরিক্স

দেখলে তোকে চোখ জুড়িয়ে যায়
ইচ্ছেরা হাত তোর দিকে বাড়ায়
মনের দু'চোখ বারে বারে
তোকেই দেখতে শুধু চায়।

এতো সুন্দর কেনো তুই বন্ধু
আমার না হোস যদি
আমি তো মরবোই।

চাঁদের মতো মুখ খানি তোর
ফুলের মতো রূপ
সেই সাগরে ডুবে মরতে
ইচ্ছে করে খুব।

বন্ধু হলে এই জীবনে
চাইবোনা কিছুই
এতো সুন্দর কেনো তুই বন্ধু
আমার না হোস যদি
আমি তো মরবোই।

পটল চেরা ডাগর চোখে
মায়াবী পলক ইচ্ছে করে চেয়ে থাকি
আমি অপলক ইচ্ছে আরো
আলতো ছোঁয়ায় একটু তোকে ছুঁই।

এতো সুন্দর কেনো তুই বন্ধু
আমার না হোস যদি
আমি তো মরবোই।

Post a Comment

Previous Post Next Post