Ektu Pagol Na Hole Ki (একটু পাগল না হলে কি) Lyrics by Habib Wahid & Nancy | Bangla New Song 2022
Song's Informations
Name of the Song - Ektu Pagol Na Hole Ki
Song's Vocalist - Habib Wahid and Nancy
Song's Composer - Habib Wahid
Song's Lyricist - Asif Iqbal
Song's Release Date - 2022
Song's Published on Habib Wahid Youtube Channel
বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "একটু পাগল না হলে কি" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "একটু পাগল না হলে কি" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী হাবিব ওয়াহিদ এবং ন্যান্সি। তাদের অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন হাবিব ওয়াহিদ এবং গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল। গানটি ইউটিউব চ্যানেল Habib Wahid -এ 2022 -তে প্রকাশিত হয়।
"একটু পাগল না হলে কি" গানের সম্পূর্ণ লিরিক্স
একটু পাগল না হলে কি ভালোবাসা যায়
মায়া দিয়ে স্বপ্নগুলো কে বলো সাজায়
একটু পাগল না হলে কি ভালোবাসা যায়
মায়া দিয়ে স্বপ্নগুলো কে বলো সাজায়।
ওপর থেকে এক ইশারায় সবই তো বদলায়
মনের ভেতর তোলপাড়ে সব উল্টেপাল্টে যায়
একটু পাগল না হলে কি ভালোবাসা যায়
মায়া দিয়ে স্বপ্নগুলো কে বলো সাজায়।
আমি ছিলাম কোন দুনিয়ায়
আর তুমি সে কোথায়
কীসের টানে হৃদয় জানে
কেন হারিয়ে যেতে চায়।
ও এমনতর না হলে কি
হতো রে খুব ভালো
অন্ধকারে ডুবে যেতাম
কোথায় পেতাম আলো।
ওপর থেকে এক ইশারায় সবই তো বদলায়
মনের ভেতর তোলপাড়ে সব উল্টেপাল্টে যায়
একটু পাগল না হলে কি ভালোবাসা যায়
মায়া দিয়ে স্বপ্নগুলো কে বলো সাজায়।
এবার থাকো পাশাপাশি
যেও না আর দূরে
আকাশপারে গড়বো বাড়ি
মেঘের দেশে উড়ে।
ও ভালোবাসা বলো না
কেন এমন হয়
কিছুতেই কোনো কিছু
আর মানে না যে হৃদয়।
ওপর থেকে এক ইশারায় সবই তো বদলায়
মনের ভেতর তোলপাড়ে সব উল্টেপাল্টে যায়
একটু পাগল না হলে কি ভালোবাসা যায়
মায়া দিয়ে স্বপ্নগুলো কে বলো সাজায়।
Post a Comment