Ads:

Ekhanei (এখানেই) Lyrics by Lagnajita Chakraborty & Diptarka Bose | Bangla New Song 2022

Song's Informations
Name of the Song - Ekhanei
Song's Vocalist - Lagnajita Chakraborty And Diptarka Bose
Song's Composer - Diptarka Bose
Song's Lyricist - Arnab Choudhury
Song's Release Date - 24 August 2022
Song's Published on Saregama Bengali Youtube Channel

বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "এখানেই" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "এখানেই" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী লগ্নজিতা চক্রবর্তী ও দীপ্তরকা বোস। তাদের অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন দীপ্তরকা বোস এবং গানটির কথা লিখেছেন অর্ণব চৌধুরী। গানটি ইউটিউব চ্যানেল Saregama Bengali -এ 24 August 2022 -তে প্রকাশিত হয়।


"এখানেই" গানের সম্পূর্ণ লিরিক্স

এ রাতের আস্কারাতে
কত তারা খসে যায়
বসে ঠায় একতারা কে বাজায়?

এ রাতের আস্কারাতে
কত তারা খসে যায়
বসে ঠায় একতারা কে বাজায়?

আর কাটেনা সময়
শুধু শূন্যতায় শূন্য বাড়ায়
বসে ঠায় একতারা কে বাজায়?

এখানেই পরিচয় এখানেই ছদ্মবেশ
সন্ধান এখানেই এখানেই নিরুদ্দেশ
এখানেই পরিচয় এখানেই ছদ্মবেশ
সন্ধান এখানেই এখানেই নিরুদ্দেশ।

শেষ রাতে হওয়া প্রথম আলাপ
নীরবতা জুড়ে বার্তালাপ
দমকা হাওয়ায়।

থমকে সময়
আচমকা পথ হারানো এ ঠিকানায়।

ধুরঅবতারা চোখে নিশপলক
কত কাছে তবু কত আলোকবর্ষ দূরে
আকাশ জুড়ে
দিকশূন্য দূরবীন সাজায়
জোছনায় সে আকাশ ঝলসে যায়।

খসে যায় আরও তারা খসে যায়
তবু এখানেই সরে যায়
এখানেই ছোঁয়া হাত
হাসে চাঁদ এখানেই এখানেই উল্কাপাত।

এখানেই পরিচয় এখানেই ছদ্মবেশ
সন্ধান এখানেই এখানেই নিরুদ্দেশ
এখানেই...

Post a Comment

Previous Post Next Post