Ads:

Ek Kobore Bari (এক কবরে বাড়ি) Lyrics by Imran Hossen Emu | Bangla New Song 2022

Song's Informations
Name of the Song - Ek Kobore Bari
Song's Vocalist - Imran Hossen Emu
Song's Composer - Imran Hossen Emu
Song's Lyricist - Salman Ahmed Suhag
Song's Release Date - 25 August 2022
Song's Published on Eagle Music Youtube Channel

বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "এক কবরে বাড়ি" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "এক কবরে বাড়ি" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী ইমরান হোসেন ইমু। তার অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন ইমরান হোসেন ইমু এবং গানটির কথা লিখেছেন সালমান আহমেদ সুহাগ। গানটি ইউটিউব চ্যানেল Eagle Music -এ 25 August 2022 -তে প্রকাশিত হয়।


"এক কবরে বাড়ি" গানের সম্পূর্ণ লিরিক্স

আসমান কান্দে জমিন কান্দে
কান্দে আপনজন
তোমার আমার মিলন হইতে দিল না
দুনিয়ার লোকজন।

খোদার কাছে এই মিনতি প্রার্থনা করি
হয় যেন গো তোমার সাথে 
এক কবরে বাড়ি
হয় যেন গো তোমার সাথে
এক কবরে বাড়ি।

ছিল বুঝি কপাল পোড়া
এই পারেতে হইলো না জোড়া
কু-নজরে সমাজ ভরা
এক মরণে দুইজন মরা

পরোপারে দিয়ো বিধি
দুইজনরে এক করি
হয় যেনো গো তোমার সাথে
এক কবরে বাড়ি
হয় যেনোগো তোমার সাথে
এক কবরে বাড়ি।

এই পারে হইলো না বসত
কেড়ে নিলো মায়েরই আদর
সর্বনাশের যারা দোসর
কইরো বিচার রোজ হাশরে গো।

অসহায়ের হইয়ো সহায়
করি বিনয় করি
হয়গো যেন তার আর আমার
এক কবরে বাড়ি
হয় গো যেন তার আর আমার
এক কবরে বাড়ি।

হয় যেন গো তোমার সাথে
এক কবরে বাড়ি
হয় যেন গো তার আর আমার
এক কবরে বাড়ি।

Post a Comment

أحدث أقدم