Boder Addakhana (বদের আড্ডাখানা) Lyrics by Fazlur Rahman Babu | Bangla New Song 2022
Song's Informations
Name of the Song - Boder Addakhana
Song's Vocalist - Fazlur Rahman Babu
Song's Composer - Fidel Naim
Song's Lyricist - Sheikh Nazrul
Song's Release Date - 31 July 2022
Song's Published on HM Voice Youtube Channel
"বদের আড্ডাখানা" গানের সম্পূর্ণ লিরিক্স
একটা ঘুড়ি বানাই উড়াইয়া দাও
মেঘের সাথে পিরিত করি,
একটা লাটিম কইরা ঘুরাইয়া দাও
মাটির বুকটা জড়াই ধরি।
মানুষ ও মানুষ মানুষ ও মানুষ
মানুষ-মানুষ ডাকবা না,
আজ মানুষ হয়ে শেষ ঘুমাবা
কাল সকালে জাগবা না।
একটা ঘুম বানাই শুয়াইযা দাও
ঘুমকানা সেই মানুষ পড়ি,
একটা লাটিম কইরা ঘুরাইয়া দাও
মাটির বুকটা জড়াই ধরি।
মানুষ নামে সবাই ডাকে
মানুষ বদের আড্ডাথানা,
তুমি জানো আমি জানি
মানুষ আজব সবার জানা।
মানুষ ও মানুষ মানুষ ও মানুষ
উইড়া উইড়া ছটফটাও,
এমন কইরা ভাঙবে পাখা
থামবে তোমার পটপটাও।
একটা কৈতর বানাই উড়াইয়া দাও
শূন্যে একখান মাচান গড়ি,
একটা ঘুড়ি বানাই উড়াইয়া দাও
মেঘের সাথে পিরিত করি।
إرسال تعليق