Ads:

Bebodhan (ব্যবধান) Lyrics by Samz vai | Bangla New Song 2022

Song's Informations
Name of the Song - Bebodhan
Song's Vocalist - Samz vai
Song's Composer - Rohan Raj
Song's Lyricist - Muhammad Ali
Song's Release Date - 03 August 2022
Song's Published on Dhrubo Tara Music Youtube Channel


"ব্যবধান" গানের সম্পূর্ণ লিরিক্স

আমার প্রানে ছিলিরে তুই
বেঁচে থাকার দম,
ভুলে আমায় যাবি নারে
তোর ছিলো কসম।

আমার প্রানে ছিলিরে তুই
বেচে থাকার দম,
ভুলে আমায় যাবি নারে
তোর ছিলো কসম।

তবে কেন তোর আমার
আজ এতো ব্যবধান,
একি পথে আর হয়না চলা
হয়না অভিমান।

দিনে দিনে বাড়ছে মনের দুরত্য
তোর আর আমার,
তুই আর আমি এই পৃথিবীর
যেন এপার আর ওপার।

দিনে দিনে বাড়ছে মনের দুরত্য
তোর আর আমার,
তুই আর আমি এই পৃথিবীর
যেন এপার আর ওপার।

নদীর মত বুকটা আমার
ভাংছে ব্যাথায় রোজ,
তিলে তিলে হচ্ছিরে শেষ
রাখিস নারে খোঁজ।

নদীর মত বুকটা আমার
ভাংছে ব্যাথায় রোজ,
তিলে তিলে হচ্ছিরে শেষ
রাখিস নারে খোঁজ।

দিনে দিনে বাড়ছে মনের দুরত্য
তোর আর আমার,
তুই আর আমি এই পৃথিবীর
যেন এপার আর ওপার।

দিনে দিনে বাড়ছে মনের দুরত্য
তোর আর আমার,
তুই আর আমি এই পৃথিবীর
যেন এপার আর ওপার।

আজো রে তুই সৃতির চিতায়
জলছিস নিশি দিন,
তোকে ছাড়া বাচতে হবে
ভাবিনি কোনো দিন।

আজো রে তুই সৃতির চিতায়
জলছিস নিশি দিন,
তোকে ছাড়া বাচতে হবে
ভাবিনি কোনো দিন।

দিনে দিনে বাড়ছে মনের দুরত্য
তোর আর আমার,
তুই আর আমি এই পৃথিবীর
যেন এপার আর ওপার।

দিনে দিনে বাড়ছে মনের দুরত্য
তোর আর আমার,
তুই আর আমি এই পৃথিবীর
যেন এপার আর ওপার।

Post a Comment

أحدث أقدم