Ar Call Ashbena (আর কল আসবেনা) Lyrics by Gogon Sakib | Bangla New Song 2022
Song's Informations
Name of the Song - Ar Call Ashbena
Song's Vocalist - Gogon Sakib
Song's Composer - Raiyan Riaz
Song's Lyricist - Raiyan Riaz
Song's Release Date - 29 July 2022
Song's Published on Gogon Sakib Official Youtube Channel
"আর কল আসবেনা" গানের সম্পূর্ণ লিরিক্স
আমার মোবাইলটা কথা বলতে ভুলে গেছে
মেমোরির গানগুলো ভিসা পেয়ে ভরে গেছে
আমার মোবাইলটা কথা বলতে ভুলে গেছে
মেমোরির গানগুলো ভিসা পেয়ে ভরে গেছে।
আমার মোবাইলটা আমার কাছে আর নেই
লুকোন আছে সেই ভেজা বালিশের নিচে
প্রেমিকা তোমার নাম দিয়ে সেইভ করা নাম্বারে
আর কোনো দিন কল আসবে না।
ও ও ও....
ছেলেটা এখন স্টাইল করে
প্রেমিকাটাকে দেখাবে বলে
আর কোনো দিন ছবি তুলবে না।
অভিশাপে ভরা গান
প্রতি রাতে আমায় কাঁদায়
হেডফোনগুলো আজ নষ্ট হয়ে গেছে প্রায়।
অভিশাপে ভরা গান
প্রতি রাতে আমায় কাঁদায়
হেডফোনগুলো আজ নষ্ট হয়ে গেছে প্রায়।
ছেলেটা হঠাৎ মরে গেলে
তোমার কল কি আসবে রে
সেই কলটা কেউ রিসিভ করবে না।
ও ও ও...
প্রেমিকা তোমার নাম দিয়ে সেইভ করা
নাম্বারে আর কোনো দিন কল আসবে না।
ছেলেটা এখন স্টাইল করে
প্রেমিকাটাকে দেখাবে বলে
আর কোনো দিন ছবি তুলবে না।
إرسال تعليق