Aj Keno Prithibita Lage Eto Sundor (আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর) Lyrics by Qari Abu Rayhan | Bangla New Gojol 2022
গজলের নাম - আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর
কন্ঠশিল্পী - ক্বারী আবু রায়হান
সুরকার - সংগৃহীত
গীতিকার - কবি মহিউদ্দিন রহ.
বাংলা ইসলামিক গজল অপূর্ব সুন্দর ও প্রশান্তির। "আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর" গজলটি খুবই মনোমুগ্ধকর, যা আপনার মনকে প্রশান্তি দিবে। "আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর" গজলটি গেয়েছেন কন্ঠশিল্পী ক্বারী আবু রায়হান। তার অপূর্ব কণ্ঠ গজলটিকে করেছেন অতি আকর্ষণীয়। গজলটিতে সুর করেছেন সংগৃহীত। গজলটি ইউটিউব চ্যানেল Holy Tune -এ 04 August 2022 -তে প্রকাশিত হয়।
"আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর" গজলের সম্পূর্ণ লিরিক্স
আজ কেনো পৃথিবীটা লাগে এত সুন্দর
এসে কেনো রুপকারে সাজালো এই চরাচর
এসে কেনো রুপকারে সাজালো এই চরাচর।
আজ কেনো পৃথিবীটা লাগে এত সুন্দর
এসে কেনো রুপকারে সাজালো এই চরাচর
এসে কেনো রুপকারে সাজালো এই চরাচর।
চারিদিকে নবরূপে করে ধরা জলমল
সেই রুপ দেখে হয় আখিদয় সুশীতল
আখিদয় সুশীতল আখিদয় সুশীতল।
কেটে গেছে কুৎসিত নিশীথেরও অতিপ্রহর
এসে কোন রুপকারে সাজালো এ চরাচর
এসে কোন রুপকারে সাজালো এ চরাচর।
বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব
সবকানে কেন এত আয়োজন উৎসব
আয়োজন উৎসব আয়োজন উৎসব।
কোনজনি মুখরিত হঠা মুরু প্রান্তর
এসে কোন রুপকারে সাজালো এই চরাচর
এসে কোন রুপকারে সাজালো এই চরাচর।
উল্লাস করে আজ শাহারা লোও হাওয়ায়
পুরাতের জলরাশি কূলেকূলে উচলায়
কূলেকূলে উচলায় কূলেকূলে উচলায়।
পর্বত ছুরা হতে নেমে আসে নির্জন
এসে কোন রুপকারে সাজালো এই চরাচর
এসে কোন রুপকারে সাজালো এই চরাচর।
অগণিত ফেরেশতারা ছেড়ে সাত আসমান
নেমে এসে পৃথিবীতে গাহে কার গুনো গান।
আজ কেনো পৃথিবীটা লাগে এত সুন্দর
এসে কেনো রুপকারে সাজালো এই চরাচর
এসে কেনো রুপকারে সাজালো এই চরাচর
এসে কেনো রুপকারে সাজালো এই চরাচর।
إرسال تعليق