Ads:

Vab Koira Tor Shone (ভাব কইরা তোর সনে) Lyrics by FA Sumon | Bangla New Song 2022

Song's Informations
Name of the Song - Vab Koira Tor Shone
Song's Vocalist - FA Sumon
Song's Composer - FA Sumon
Song's Lyricist - Pagol Hasan
Song's Release Date - 21 July 2022
Song's Published on F A Sumon Official Youtube Channel

 


"ভাব কইরা তোর সনে" গানের সম্পূর্ণ লিরিক্স

ভাব কইরা তোর সনে রে বন্ধু কষ্ট ভরা বুকে
ভাব কইরা তোর সনে রে বন্ধু কষ্ট ভরা বুকে
ভুল কইরাও পিরিতের নাম নেবো না আর মুখে ভুল কইরাও পিরিতের নাম নেবো না আর মুখে।

আউলা কেশে বাইন্ধা রাখি
পথের কাঁটার জ্বালা
বাউল বেশে পাগল পারা
তাল হারা বেতালা।

আউলা কেশে বাইন্ধা রাখি
পথের কাঁটার জ্বালা
বাউল বেশে পাগল পারা
তাল হারা বেতালা।

কত নিশি নিদ্রা হারা
কত নিশি নিদ্রা হারা শ্রাবণ ধারা চোখে
ইহকালে ও পিরিতের নাম নেবো না আর মুখে
ভুল কইরাও পিরিতের নাম নেবো না আর মুখে।

কিসের লাগি ঘর ছারিলাম দোষের ভাগী যতো
এমন বন্ধু পায় না যেন কেউ বন্ধুরে তোর মত
কিসের লাগি ঘর ছারিলাম দোষের ভাগী যতো এমন বন্ধু পায়না যেন কেউ বন্ধুরে তোর মত।

দেশের দেশি পাইলাম কত
দেশের দেশি পাইলাম কত
পড়শি নাই মুল্লকে।

ইহকালে ও পিরিতের নাম নেবো না আর মুখে
ভুল কইরা ও পিরিতের নাম নেবো না আর মুখে
ভাব কইরা তোর সনে রে বন্ধু কষ্ট ভরা বুকে
ভাব কইরা তোর সনে রে বন্ধু কষ্ট ভরা বুকে।

ভুল কইরাও পিরিতের নাম নেবো না আর মুখে
ভুল কইরাও পিরিতের নাম নেবো না আর মুখে।

Post a Comment

Previous Post Next Post