Ads:

Tumi Chara (তুমি ছাড়া) Lyrics by Mahtim Shakib | Bangla New Song 2022

Song's Informations
Name of the Song - Tumi Chara
Song's Vocalist - Mahtim Shakib
Song's Composer - Shahriar Alam Marcell
Song's Lyricist - Mehedi Hasan Limon
Song's Release Date - 04 July 2022
Song's Published on Blue Dream Youtube Channel


"তুমি ছাড়া" গানের সম্পূর্ণ লিরিক্স

তোমার নাম লিখেছি
আমার বুকের বামে
আমি যখন চাইছি খুব
তুমি যাচ্ছো থেমে।

সকাল বিকেলে আঁকছি চোখে
রোজ স্বপ্ন তোমার
তোমার মতো বুঝবে এমন
নেই তো কেউ আমার।

তুমি ছাড়া কেউ নেই আমার
তুমি ছাড়া কেউ নেই আমার।

যখন তুমি ডাকো আমায়
কি যে মধুর লাগে
তোমার ছোয়ায় অনুভূতির
দারুন শিহরণ জাগে।

যখন তুমি ডাকো আমায়
কি যে মধুর লাগে
তোমার ছোয়ায় অনুভূতির
দারুন শিহরণ জাগে।

সকাল বিকেলে আঁকছি চোখে
রোজ স্বপ্ন তোমার
তোমার মতো বুঝবে এমন
নেই তো কেউ আমার।

তুমি ছাড়া কেউ নেই আমার
তুমি ছাড়া কেউ নেই আমার।

এখন আমার সবটা সময়
তোমায় নিয়ে থাকে
বুকের ভেতর যত্ন করে
আগলে তোমায় রাখে।

এখন আমার সবটা সময়
তোমায় নিয়ে থাকে
বুকের ভেতর যত্ন করে
আগলে তোমায় রাখে।

সকাল বিকেলে আঁকছি চোখে
রোজ স্বপ্ন তোমার
তোমার মতো বুঝবে এমন
নেই তো কেউ আমার।

তুমি ছাড়া কেউ নেই আমার
তুমি ছাড়া কেউ নেই আমার।

Post a Comment

Previous Post Next Post