Ads:

Tuije Ke Amar (তুইযে কে আমার) Lyrics by Avraal Sahir & Atiya Anisa | Bangla New Song 2022

Song's Informations
Name of the Song - Tuije Ke Amar
Song's Vocalist - Avraal Sahir and Atiya Anisa
Song's Composer - Avraal Sahir
Song's Lyricist - M A Alam Shuvo
Song's Release Date - 21 July 2022
Song's Published on HIA Entertainment Youtube Channel

This song is a song of Bengali Drama
Name of the Drama - Mon Bole Tumi Firbei
Starring - Musfiq R. Farhan and Samira Khan Mahi
Director - Mahmud Emon
Release Date - 2022
Language - Bengali
Country - Bangladesh


"তুইযে কে আমার" গানের সম্পূর্ণ লিরিক্স

কি করে বল বলি তোকে
নিজেকে আমার
দেখ না ফিরে হাজারো ভিড়ে
চাই তোকে বার বার।

কি করে বল বলি তোকে
তুই যে গল্প আকাশ
তোর কথাতে নাউ ভাসাতে
আমিও রাজি এবার।

তোর সাথে নিবি কি বল
কিছু না ভেবে আর
অবুজ মনের এই আবদার
এই আবদার।

কি করে বল বলি তোকে
নিজেকে আমার
দেখ না ফিরে হাজারো ভিড়ে
চাই তোকে বার বার।

তোর হাসিতে মনটা হাসে
ছায়া হয়ে আছি পাশে
বুঝেনে না কতখানি
মন তোকে ভালোবাসে।

তোর পথে দাড়িয়ে থাকি
মনটা শুধু বাড়িয়ে রাখি
আঁধারে হবো জোনাকি
অনেক পথ চলা বাকি।

তোর সাথে নিবি কি বল
কিছু না ভেবে আর
অবুজ মনের আবদার
এই আবদার।

কি করে বল বলি তোকে
নিজেকে আমার
দেখনা ফিরে হাজারো ভিড়ে
চাই তোকে বার বার।

কি করে বল বলি তোকে
তুই যে গল্প আকাশ
তোর কথাতে নাউ ভাসাতে
আমিও রাজি এবার।

কি করে বল বলি তোকে
তুই যে গল্প আকাশ
তোর কথাতে নাউ ভাসাতে
আমিও রাজি এবার।

Post a Comment

أحدث أقدم