Ads:

Toke Chara (তোকে ছাড়া) Lyrics by Avraal Sahir & Konal | Bangla New Song 2022

Song's Informations
Name of the Song - Toke Chara
Song's Vocalist - Avraal Sahir and Konal
Song's Composer - Avraal Sahir
Song's Lyricist - M A Alam Shuvo
Song's Release Date - 19 July 2022
Song's Published on CD Choice Youtube Channel

This song is a song of Bengali Drama
Name of the Drama - Dear Love
Starring - Musfiq R Farhan and Tanjin Tisha
Director - Mahmud Mahin
Release Date - 2022
Language - Bengali
Country - Bangladesh


"তোকে ছাড়া" গানের সম্পূর্ণ লিরিক্স

অবুঝ এই মন কেন জানি না
তোর কাছে পরে থাকে
আমি ছাড়া কেউ বুঝে না
কী যে মায়া তোর ডাকে।

তোকে ছাড়া আর একটা দিন
কাটে না সময়
লাগে যে কঠিন।

শুনতে পেলাম মনের কথা
লুকিয়ে তোকে দেখা
চাওয়া পাওয়ারা একা এক।

গুনতে এলাম আমার ভুল
বুঝিয়ে দেব সবটা ফুল
তুই আমার ভালোবাসা।

তোকে ছাড়া আর একটা দিন
কাটে না সময়
লাগে যে কঠিন।

You are my Love my love
Dear Love
You are my Love my love
Dear Love

চলতে গিয়ে তোর সাথে
থামবো না মাঝ পথে
আদরে চাই তোকে মাখাতে।

তোকে দেখে মনটা হাসে
তুই ছড়াস সব ফেকাসে
ভালবেসে আয় গল্প শেখাতে।

তোকে ছাড়া আর একটা দিন
কাটে না সময়
লাগে যে কঠিন।

Post a Comment

Previous Post Next Post