Sorry Dipannita (সরি দীপান্বিতা) Lyrics by Tarif & Shifat | Bangla New Song 2022
Song's Informations
Name of the Song - Dipannita
Song's Vocalist - Tarif & Shifat
Song's Composer - Shkahawat Ornok
Song's Lyricist - Swaraj Deb
Song's Release Date - 02 August 2015
Song's Published on Tiger Media Youtube Channel
This song is a song of Bengali Drama
Name of the Drama - Sorry Dipannita
Starring - Jibon, Nafia, Preva, and Tasfia
Director - Swaraj Deb
Release Date - 2015
Language - Bengali
Country - Bangladesh
"সরি দীপান্বিতা" গানের সম্পূর্ণ লিরিক্স
সময় যখন মরুর ঝড়ে
এ মন হারায় কেমন করে
আমি তখন যোজন দূরে
একাকী সঙ্গী মৌনতা।
আকাশ যখন আঁধার ভীষণ
এক ফোঁটা জল চেয়েছে মন
অবহেলায় অপমানে
পেয়েছে রিক্ত শূন্যতা।
সমান্তরাল পথের বাঁকে
তোমার পথের দিশা থাকে
সে দিশা খোঁজে তোমাকে দীপান্বিতা
গাছের সবুজ পাতার ফাঁকে।
তোমার ছোঁয়া মিশে থাকে
সে ছোঁয়া খোঁজে তোমাকে দীপান্বিতা
তুমি নীল আকাশ আপন করেছো
হঠাৎ কোন কালে কে জানে!।
স্বপ্ন সীমানা ছুঁয়ে দিয়েছো
কোন সে জাদুতে কে জানে
আমি ছিলাম তোমার পাশে
তোমার আকাশ ভালোবেসে।
সে বিশালে খুঁজেছি একটুকু ঠাঁই
তাও মেলেনি তা
হঠাৎ যখন ছুটির খেলা
মেঘে মেঘে অনেক বেলা।
তখন সে ক্রান্তিকালে ধুম্রজালে
খুঁজছো যে বৃথা
অশান্ত মন বোঝাই কাকে?
হারিয়ে চাইছি তোমাকে।
হাতছানি দিয়ে যে ডাকে
স্মৃতির পাতা
নদীর শেষে আকাশ নীলে
স্বপ্নগুলো মেলে দিলে।
তারা বলে সবাই মিলে দীপান্বিতা
শোনো না রূপসী তুমি যে শ্রেয়সী
কি ভীষণ উদাসী প্রেয়সী
না না না না না না।
জীবনের গলিতে
এ গানের কলিতে
চাইছি বলিতে ভালোবাসি
চোখের জলেরই আড়ালে
খেলা শুধুই দেখিয়েছিলে।
যন্ত্রণারই আগুন নীলেপু
ড়েছি যে বোঝনি তা
অভিমানে চুপটি করে
এসেছি তাই দূরে সরে।
বোঝাতে চেয়েও পারি নি
তাই বোঝাতে লুকোনো কথা
ইট-পাথরের শহরে
গাড়ি-বাড়ির এ বহরে।
খুঁজছে এ মন
ভীষণ করে
দীপান্বিতা।
জীবন যখন
থমকে দাড়ায়
স্বপ্নগুলো দৃষ্টি ছাড়ায়।
তৃষ্ণা বুকে বৃষ্টি
হারায় দীপান্বিতা
কল্পনারই আকাশ জুড়ে।
নানা রঙে লোকের ভীড়ে
দু'চোখ বুজেও
স্বপ্ননীড়ে দীপান্বিতা।
তুমি আমার চোখের ভাষা
তুমি আমার সুখের নেশা
তুমি আমার ভালোবাসা দীপান্বিতা।
Post a Comment