Ads:

Premeri Horofe (প্রেমেরই হরফে) Lyrics by Arfin Rumey & Bristy | Bangla New Song 2022

Song's Informations
Name of the Song - Premeri Horofe
Song's Vocalist - Arfin Rumey and Bristy
Song's Composer - Arfin Rumey
Song's Lyricist - Princh Rubel
Song's Release Date - 12 July 2022
Song's Published on CD Choice Youtube Channel


"প্রেমেরই হরফে" গানের সম্পূর্ণ লিরিক্স

কি করে আমি বলবো তোকে
বেসেছি ভালো এক পলকে
কি মায়া দিয়ে বাধলি আমাকে
প্রেমে পড়েছি তোর এক ঝলকে।

কি করে আমি বলবো তোকে
বেসেছি ভালো এক পলকে
কি মায়া দিয়ে বাধলি আমাকে
প্রেমে পড়েছি তোর এক ঝলকে।

ভালোবাসা দেনা আমায় তোরই তরফে
এই মন দিবো লিখে প্রেমেরই হরফে
ভালোবাসা দেনা আমায় তোরই তরফে
এই মন দিবো লিখে প্রেমেরই হরফে।

ফুলেই সুভাস মেখে প্রজাপতি কাব্য লেখে
রঙিন পাখা মেলে কত ছুটে চলে
ফুলেই সুভাস মেখে প্রজাপতি কাব্য লেখে
রঙিন পাখা মেলে কত ছুটে চলে।

ভালোবাসা দেনা আমায় তোরই তরফে
এই মন দিবো লিখে প্রেমেরই হরফে
ভালোবাসা দেনা আমায় তোরই তরফে
এই মন দিবো লিখে প্রেমেরই হরফে।

চাঁদেরই মায়া লেগে কত রাত যায় জেগে
আকাশের মেঘ দেখে ভাসি প্রেম আবেগে
চাঁদেরই মায়া লেগে কত রাত যায় জেগে
আকাশের মেঘ দেখে ভাসি প্রেম আবেগে।

ভালোবাসা দেনা আমায় তোরই তরফে
এই মন দিবো লিখে প্রেমেরই হরফে
ভালোবাসা দেনা আমায় তোরই তরফে
এই মন দিবো লিখে প্রেমেরই হরফে।

Post a Comment

Previous Post Next Post