Ads:

Piritir Karbar (পিরিতির কারবার) Lyrics by Dora | Bangla New Song 2022

Song's Informations
Name of the Song - Piritir Karbar
Song's Vocalist - Dora
Song's Composer - Taposh
Song's Lyricist - Taposh
Song's Release Date - 14 July 2022
Song's Published on TM Records Youtube Channel


"পিরিতির কারবার" গানের সম্পূর্ণ লিরিক্স

এমন জিনে ধরছে তোরে
এমন জিনে ধরছে তোরে
রক্ষা নাই রে আর
এ যে পিরিতির কারবার
ওই একটা তাবিজের দরকার।

এই পিরিতি মারবে তোরে
এই পিরিতি মারবে তোরে
ঘন্টায় ছয়শো বার
এ যে পিরিতির কারবার
ওই একটা তাবিজের দরকার।

পিরিতি কাঁঠালের আঠা
ও নাকি গলারি কাঁটা
পিরিতি কাঁঠালের আঠা
ও নাকি গলারি কাঁটা।

কয়শো কাঁটা বিঁধছে বুকে
কয়শো কাঁটা বিঁধছে বুকে
খবর নাই রে তার
এ যে পিরিতির কারবার
ওই একটা তাবিজের দরকার।

জিনের প্রেমে করছি রিসেট
জিনের প্রেমে করছি রিসেট
মনের সফটওয়্যার
এ যে পিরিতির কারবার
ওই একটা তাবিজের দরকার।

এমন জিনে ধরছে তোরে
এমন জিনে ধরছে তোরে
রক্ষা নাই রে আর
এ যে পিরিতির কারবার।

এই পিরিতি মারবে তোরে
এই পিরিতি মারবে তোরে
ঘন্টায় ছয়শো বার
এ যে পিরিতির কারবার
ওই একটা তাবিজের দরকার।

এ যে পিরিতির কারবার
ওই একটা তাবিজের দরকার
এ যে পিরিতির কারবার
ওই একটা তাবিজের দরকার।

Post a Comment

Previous Post Next Post