Ads:

Oporup Sristi Tomar (অপরুপ সৃষ্টি তোমার) Lyrics by Imranul Farhan Kalarab | Bangla New Gojol 2022

গজলের নাম - অপরুপ সৃষ্টি তোমার
কন্ঠশিল্পী - ইমরানুল ফারহান
সুরকার - ইমরানুল ফারহান
গীতিকার - আফরোজা উর্মি

বাংলা ইসলামিক গজল অপূর্ব সুন্দর ও প্রশান্তির। "অপরুপ সৃষ্টি তোমার" গজলটি খুবই মনোমুগ্ধকর, যা আপনার মনকে প্রশান্তি দিবে। "অপরুপ সৃষ্টি তোমার" গজলটি গেয়েছেন কলরবের কন্ঠশিল্পী ইমরানুল ফারহান। তার অপূর্ব কণ্ঠ গজলটিকে করেছেন অতি আকর্ষণীয়। গজলটিতে সুর করেছেন ইমরানুল ফারহান। গজলটি ইউটিউব চ্যানেল Holy Tune -এ 17 April, 2022 -তে প্রকাশিত হয়।


"অপরুপ সৃষ্টি তোমার" গজলের সম্পূর্ণ লিরিক্স

অপরুপ সৃষ্টি তোমার প্রভু
দেখলে ভরে যায় মন
পাখিদের গুঞ্জন সাগরের কলধ্বনি
শুনলে জুড়িয়ে যায় প্রাণ।

অপরুপ সৃষ্টি তোমার প্রভু
দেখলে ভরে যায় মন
পাখিদের গুঞ্জন সাগরের কলধ্বনি
শুনলে জুড়িয়ে যায় প্রাণ।

সবই যে প্রভু তোমারই দান
আল্লাহ মহান তুমি আল্লাহ মহান
আল্লাহ মহান তুমি আল্লাহ মহান।

আল্লাহ মহান তুমি আল্লাহ মহান।
আল্লাহ মহান তুমি আল্লাহ মহান।

রংধনুর সাত রঙ ভাসে আকাশে
ফসলের সুগন্ধ মিশে বাতাসে
রংধনুর সাত রঙ ভাসে আকাশে
ফসলের সুগন্ধ মিশে বাতাসে।

তারা ভরা রাতটাও গায়
তারা ভরা রাতটাও গায়
তোমারই গুণগান।

আল্লাহ মহান তুমি আল্লাহ মহান।
আল্লাহ মহান তুমি আল্লাহ মহান।

আল্লাহ মহান তুমি আল্লাহ মহান।
আল্লাহ মহান তুমি আল্লাহ মহান।

তোমার মহিমা লেখা শেষ হবে না
তোমায় তো কভু ভোলা যায় না
তোমার মহিমা, লেখা শেষ হবে না
তোমায় তো কভু ভোলা যায় না।

সারা জাহানের মালিক তুমি
সারা জাহানের মালিক তুমি
সবই তোমারই দান।

আল্লাহ মহান তুমি আল্লাহ মহান
আল্লাহ মহান তুমি আল্লাহ মহান।

আল্লাহ মহান তুমি আল্লাহ মহান
আল্লাহ মহান তুমি আল্লাহ মহান।

আল্লাহ মহান তুমি আল্লাহ মহান
আল্লাহ মহান তুমি আল্লাহ মহান।

Post a Comment

Previous Post Next Post