Ads:

Mrito Attha 3 (মৃত আত্মা ৩) Lyrics by Gogon Sakib | Bangla New Song 2022

Song's Informations
Name of the Song - Mrito Attha 3
Song's Vocalist - Gogon Sakib
Song's Composer - Johurul Islam Joni
Song's Lyricist - Gogon Sakib and K Nayem
Song's Release Date - 11 June 2022
Song's Published on Samsul Official Youtube Channel


"মৃত আত্মা ৩" গানের সম্পূর্ণ লিরিক্স

আমারে তুই লাশ বানাইয়া
পালকি সাজাইয়া
তাড়াই দিলি আটপা ওয়ালা
গাড়ি চড়াইয়া।

আমারে তুই লাশ বানাইয়া
পালকি সাজাইয়া
তাড়াই দিলি আটপা ওয়ালা
গাড়ি চড়াইয়া।

এক নিমিষেই কান্নাকাটি
দাফন কাফন শেষ
প্রেমের নামে ঠকাইলি তুই
এই আমারে বেশ।

ছদ্মবেশে আসব ফিরে
তোরই আঙ্গিনায়
তোর সাথে কষবো রে হিসেব
থাকিস অপেক্ষায়।

ছদ্মবেশে আসব ফিরে
তোরই আঙ্গিনায়
তোর সাথে কষবো রে হিসেব
থাকিস অপেক্ষায়।

মানুষ রুপে হয়তো কভু
দেখা হবে না
মৃত আত্মা ডাকবে তোরে
মুক্তি পাবি না।

জিতেও রে তুই যাবি হেরে
পুড়বি তিলে তিলে
দেহে শুধু প্রাণটা রবে
আত্মা যাবে চলে।

জিতেও রে তুই যাবি হেরে
পুড়বি তিলে তিলে
দেহে শুধু প্রাণটা রবে
আত্মা যাবে চলে।

আমার চোখে জল ঝড়াইয়া
কিনবি রে তুই সুখ
ভাবেলে হিসেব অমিল রবে
মলিন হবে মুখ।

ছদ্মবেশে আসব ফিরে
তোরই আঙ্গিনায়
তোর সাথে কষবো রে হিসেব
থাকিস অপেক্ষায়।

ছদ্মবেশে আসব ফিরে
তোরই আঙ্গিনায়
তোর সাথে কষবো রে হিসেব
থাকিস অপেক্ষায়।

Post a Comment

أحدث أقدم