Khub Adore (খুব আদরে) Lyrics by Arfin Rumey & Atiya Anisha | Bangla New Song 2022
Song's Informations
Name of the Song - Khub Adore
Song's Vocalist - Arfin Rumey and Atiya Anisha
Song's Composer - Arfin Rumey
Song's Lyricist - Robiul islam Jibon
Song's Release Date - 26 July 2022
Song's Published on CD Choice Youtube Channel
"খুব আদরে" গানের সম্পূর্ণ লিরিক্স
সারাজীবন আমি শুধু
তোমার হয়ে থাকতে চাই
মনের ঘরে যতন করে
তোমায় ধরে রাখতে চাই।
ইচ্ছে হলেই খুব আদরে
তোমায় কাছে রাখতে চাই
ভালোবাসার রং তুলিতে
তোমাকে রোজ রোজ আঁকতে চাই।
ইচ্ছে হলেই খুব আদরে
তোমায় কাছে রাখতে চাই
ভালোবাসার রং তুলিতে
তোমাকে রোজ রোজ আঁকতে চাই।
সকাল দুপুর রাত্রিগুলো
চাইছি তোমায় দিতে
ওই দু'হাতে দু'হাত রেখে
সুখের নিঃস্বাস নিতে।
চোখটা খুলে বারে বারে
তোমারি মুখ দেখতে চাই।
ইচ্ছে হলেই খুব আদরে
তোমায় কাছে রাখতে চাই
ভালোবাসার রং তুলিতে
তোমাকে রোজ রোজ আঁকতে চাই।
ইচ্ছে হলেই খুব আদরে
তোমায় কাছে ডাকতে চাই
ভালোবাসার রং তুলিতে
তোমাকে রোজ রোজ আঁকতে চাই।
আমার খেয়াল খুশিগুলো
সাজাই তোমায় নিয়ে হায়
ভালোবাসি বেসে যাবো
মনের সবটা দিয়ে।
চোখটা খুলে বারে বারে
তোমারি মুখ দেখতে চাই।
ইচ্ছে হলেই খুব আদরে
তোমায় কাছে রাখতে চাই
ভালোবাসার রং তুলিতে
তোমাকেই রোজ রোজ আঁকতে চাই।
ইচ্ছে হলেই খুব আদরে
তোমায় কাছে ডাকতে চাই
ভালোবাসার রং তুলিতে
তোমাকেই রোজ রোজ আঁকতে চাই।
إرسال تعليق