Hajar Chawar (হাজার চাওয়ার) Lyrics by Subhamita Banerjee | Bangla New Song 2022
Song's Informations
Name of the Song - Hajar Chawar
Song's Vocalist - Subhamita Banerjee
Song's Composer - Srijato
Song's Lyricist - Srijato
Song's Release Date - 21 July 2022
Song's Published on Asha Audio Youtube Channel
"হাজার চাওয়ার" গানের সম্পূর্ণ লিরিক্স
হাজার চাওয়ার এক একটা তেই
ফুরিয়ে যেতে পারি
হাজার চাওয়ার এক একটা তেই
ফুরিয়ে যেতে পারি।
তবুও সব ইচ্ছে কি
পুড়িয়ে যেতে পারি
হাজার চাওয়ার এক একটাতেই।
আদম শুনেছি পাইনি ঠাঁই
বেহেস্তে তাই আমি
আদম শুনেছি পাইনি ঠাঁই
বেহেস্তে তাই আমি।
তোমার দেওয়া অসম্মান ও
তোমার দেওয়া অসম্মান ও
পুড়িয়ে যেতে পারি
হাজার চাওয়ার এক একটা তেই।
ভয় কি আমার কাতিল
তোমায় দোষ দেবে না কেউ
ভয় কি আমার কাতিল
তোমায় দোষ দেবে না কেউ।
রক্ত হয়ে চোখের জলে
রক্ত হয়ে চোখের জলে
জুড়িয়ে যেতে পারি
হাজার চাওয়ার এক একটা তেই।
বাঁচা মরায় তফাৎ কোথায়
যখন আছে এই প্রেমে
বাঁচা মরায় তফাৎ কোথায়
যখন আছে এই প্রেমে।
তাকে কাফির মেনেও কি মুখ
ঘুরিয়ে যেতে পারি?
তবুও সব ইচ্ছে কি
পুড়িয়ে যেতে পারি?
হাজার চাওয়ার এক একটা তেই
ফুরিয়ে যেতে পারি
হাজার চাওয়ার এক একটা তেই।
إرسال تعليق