Ektai Akash (একটাই আকাশ) Lyrics by Avraal Sahir & Konal | Bangla Natok Song 2022
Song's Informations
Name of the Song - Ektai Akash
Song's Vocalist - Avraal Sahir and Konal
Song's Composer - Avraal Sahir
Song's Lyricist - Avraal Sahir
Song's Release Date - 24 July 2022
Song's Published on Sultan Entertainment Youtube Channel
This song is a song of Bengali Drama
Name of the Drama - Dorod
Starring - Musfiq R. Farhan and Tanjin Tisha
Director - Mohidul Mohim
Release Date - 2022
Language - Bengali
Country - Bangladesh
"একটাই আকাশ" গানের সম্পূর্ণ লিরিক্স
বৃষ্টি দিনে তোর ছাউনিতে ঠাঁই নিবো আমি
রোদ্র দিনে তোর আচলে লুকোবো আমি
কাছে তোকে না পেলে হবো যে উদাসী
বড্ড ইচ্ছে করে বলতে তোকে ভালোবাসি
আমি হয়ে যাবো তোর তুই যেমন করে চাস।
তোর আর আমার একটাই আকাশ
আমি যে তোর তুই আমার নিশ্বাস
তোর আর আমার একটাই আকাশ
আমি যে তোর তুই আমার নিশ্বাস।
পথ চলবো দু'জনে রাত শেষে ভোর
তুই ছাড়া ভাল্লাগে না প্রেমেরই শহর
ধীরে ধীরে তোর টানে ছুটে আসি আমি
তুইও ভালোবাসিস আমায় মন থেকে জানি
আমি হয়ে যাবো তোর তুই যেমন করে চাস।
তোর আর আমার একটাই আকাশ
আমি যে তোর তুই আমার নিশ্বাস
তোর আর আমার একটাই আকাশ
আমি যে তোর তুই আমার নিশ্বাস।
ভাগ্যে তুই ছিলি বলে পেলাম আমার করে
মিশে রবো তোরই মাঝে আদরে আদরে
তোর আমার গল্পটা জানলে জানুক লোকে
যত বাঁধায় আসুক না আগলে রবো বুকে।
তোর আর আমার একটাই আকাশ
আমি যে তোর তুই আমার নিশ্বাস
তোর আর আমার একটাই আকাশ
আমি যে তোর তুই আমার নিশ্বাস।
إرسال تعليق