Ekta Din Ekta Raat (একটা দিন একটা রাত) Lyrics by Avraal Sahir & Konal | Bangla New Song 2022
Song's Informations
Name of the Song - Ekta Din Ekta Raat
Song's Vocalist - Avraal Sahir and Konal
Song's Composer - Avraal Sahir
Song's Lyricist - Avraal Sahir
Song's Release Date - 21 July 2022
Song's Published on Sultan Entertainment Youtube Channel
This song is a song of Bengali Drama
Name of the Drama - Harano Songbad
Starring - Afran Nisho and Mehazabien Chowdhury
Director - Mohidul Mohim
Release Date - 2022
Language - Bengali
Country - Bangladesh
"একটা দিন একটা রাত" গানের সম্পূর্ণ লিরিক্স
তোকে বলবো আজই আমি
না বলা কথা
আলতো করে ছুলে তুই
সেরে যায় সব ব্যাথা।
মনের মত সাজিয়ে
রাখবো তোকে আদরে
এতোটা গোপনে
কেউ তো জানবে না।
একটা দিন একটা রাত
আর কাটে না
পাগল মন তুই ছাড়া
কিছু বুঝে না।
একটা দিন একটা রাত
আর কাটে না
পাগল মন তুই ছাড়া
কিছু বুঝে না।
চোখেরই ঐ কাজলে মনেরই পাজরে
রেখেছি শুধু তোমাকে
কোথাও যেতে দেব না।
তোর আঁচলের ছায়ায়
বাধা পরেছি মায়ায়
উড়ছি হাওয়ায় হাওয়ায়
খুঁজে যাই তোর ঠিকানা।
মনের মত সাজিয়ে
রাখব তোকে আদরে
এতটা গোপনে
কেউ তো জানবে না।
একটা দিন একটা রাত
আর কাটে না
পাগল মন তুই ছাড়া
কিছু বুঝে না।
একটা দিন একটা রাত
আর কাটে না
পাগল মন তুই ছাড়া
কিছু বুঝে না।
একটা দিন একটা রাত
আর কাটে না
পাগল মন তুই ছাড়া
কিছু বুঝে না।
একটা দিন একটা রাত
আর কাটে না
পাগল মন তুই ছাড়া
কিছু বুঝে না।
إرسال تعليق