Eki Maya (একি মায়া) Lyrics by Bappa Mazumder & Nancy | Bangla New Song 2022
Song's Informations
Name of the Song - Eki Maya
Song's Vocalist - Bappa Mazumder and Nancy
Song's Composer - Imran
Song's Lyricist - Snahashish Ghosh
Song's Release Date - 14 July 2022
Song's Published on CD Choice Youtube Channel
This song is a song of Bengali Drama
Name of the Drama - Sesh Golpota Tumei
Starring - Tawsif Mahbub and Tasnia Farin
Director - Anonno Emon
Release Date - 2022
Language - Bengali
Country - Bangladesh
"একি মায়া" গানের সম্পূর্ণ লিরিক্স
দেখলে তোকে মন খারাপে
কারণটা যে পালায়
তোর হাসিতে ভালো থাকা
যার অন্তরে আমার।
জড়ালি তুই একি মায়ায়
ঘোর যে আমার কাটে না
তোর দেখা না পেলে যেন
মনটা আমার বাঁচে না
মন যে আমার বাঁচে না।
তোকে দেখেই শুরু
আমার সপ্নটা দেখা
কল্পনাতে ভালোবাসার
গল্পটা লেখা।
তোকে দেখেই শুরু
আমার সপ্ন টা দেখা
কল্পনাতে ভালোবাসার
গল্পটা লেখা।
জড়ালি তুই একি মায়ায়
ঘোর যে আমার কাটে না
তোর দেখা না পেলে যেন
মনটা আমার বাঁচে না
মন যে আমার বাঁচে না।
তোকে পেতে করবো সবই
যা যা প্রয়োজন
তোকে যাতে দেখতে পারি
সারাটি জীবন।
তোকে পেতে করবো সবই
যা যা প্রয়োজন
তোকে যাতে দেখতে পারি
সারাটি জীবন।
জড়ালি তুই একি মায়ায়
ঘোর যে আমার কাটে না
তোর দেখা না পেলে যেন
মনটা আমার বাঁচে না
মন যে আমার বাঁচে না।
إرسال تعليق