Bondhur Achoron (বন্ধুর আচরণ) Lyrics by Shiekh Sadi | Bangla New Song 2022
Song's Informations
Name of the Song - Bondhur Achoron
Song's Vocalist - Shiekh Sadi
Song's Composer - Shamran Ahmed Milon
Song's Lyricist - Shamran Ahmed Milon
Song's Release Date - 12 June 2022
Song's Published on Shiekh Sadi Youtube Channel
"বন্ধুর আচরণ" গানের সম্পূর্ণ লিরিক্স
উপরে উপরে মিঠা ভেতরে সর্ব তিতা
হাই রে উপরে উপরে মিঠা ভেতরে সর্ব তিতা
ক্ষণে ক্ষণে জনে জনে বিলাইয়া দেয় মন
ভালো না ভালো না আমার বন্ধুর আচরণ গো
ভালো না ভালো না আমার বন্ধুর আচরণ।
না জানিয়া ধরেছিলাম ভুল মানুষের সং
কে জানিত তার পিরিতের সবই ছিলো ঢং
ও... না জানিয়া ধরেছিলাম ভুল মানুষের সং
কে জানিত তার পিরিতের সবই ছিলো ঢং।
বোঝে না সে মনের ব্যথা
অন্তরে জ্বালাইলো চিতা
বোঝে না সে মনের ব্যথা
অন্তরে জ্বালাইলো চিতা।
শুনে না তো কারো কথা চলে তার মতোন
ভালো না ভালো না আমার বন্ধুর আচরণ গো
ভালো না ভালো না আমার বন্ধুর আচরণ।
হো... তার কাছেতে পাইলাম না রে
তিল পরিমান সুখ
কারে বলি কারে দেখাই আমার পোড়া বুক
হো... তার কাছেতে পাইলাম না রে
তিল পরিমান সুখ
কারে বলি কারে দেখাই আমার পোড়া বুক।
হইয়াছে মোর এমন ব্যাধি
যাহার কোনো নাই ঔষধি
হইয়াছে মোর এমন ব্যাধি
যাহার কোনো নাই ঔষধি।
সামরানে কয় বাঁচার চেয়ে ভালো যে মরণ
ভালোনা ভালোনা আমার বন্ধুর আচরণ গো
ভালো না ভালো না আমার বন্ধুর আচরণ
ভালোনা ভালোনা আমার বন্ধুর আচরণ গো
ভালো না ভালো না আমার বন্ধুর আচরণ।
Post a Comment