Ads:


ঢালিউডের নতুন প্রজন্মের আলোচিত শিল্পীদের
মধ্যে প্রার্থনা ফারদিন দীঘি অন্যতম। এই অভিনেত্রী বেশ কিছু সিনেমায় অভিনয় করে অনেক প্রশংসা কুড়িয়েছেন। এই অভিনেত্রী সিনেপর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইউটিউব, টিকটকেও তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।

তবে সম্প্রতি চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন, টিকটকের কারণে এই অভিনেত্রীর ইমেজ বা ভাবমূর্তি খারাপ হচ্ছে। গতকাল ২৩ জুলাই (শনিবার) সন্ধ্যায় বর্তমান সময়ে আলোচিত ‘পরাণ’ সিনেমার বিশেষ প্রদর্শনী অনুষ্ঠানে দীঘি এই প্রশ্নের মুখোমুখি হয়েছেন।

টিকটক করা প্রসঙ্গে দীঘি জানান, টিকটক আমি একা করি না বাংলাদেশের নায়িকাদের মধ্যে অনেকেই করেন। আমি জানি না তাঁদের কেন এই প্রশ্নটি করা হয় না। টিকটক আমরা সব সময় করার সময় পাই না আমাদের হাতে এত অঢেল সময় থাকে না যে টিকটক করার জন্য রেডি হবো। যখন আমরা ফ্রি থাকি বা একটা কাজ করছি তখন ১৫ সেকেন্ড করা যায়।

দীঘি জানিয়েছেন, তিনি টিকটক থেকে সরে আসছেন। আপনারা যদি এখন আমাকে ফলো করেন আমার হাতে আসলে সেই সময়টা নেই। পড়াশোনা, এসব কাজ নিয়ে আমার হাতে… আসলে সময় এতোটাও পাওয়া যায় না। আমি যেহেতু জিনিসটা সময় দিতে পারছি না জিনিসটা থেকে বের হয়ে আসতেছি এবং আপনারাও বের হয়ে আসেন এবার।

তবে তিনি জানিয়েছেন, টিকটকে সবাই তাঁকে ভালোবাসেন, স্বীকার করেছেন এই অ্যাপের জন্য তাঁর ফলোয়ারও বেড়েছে। তিননি বলেছিলেন, "টিকটকে আমার জনপ্রিয়তা বেড়েছে না কমেছে আমি জানি না। টিকটকে আমাকে মানুষ অনেক সাপোর্ট দিয়েছে এবং পছন্দ করেছে। যার জন্য এক সময় ঘন ঘন বা অনবরত করা হতো আমার ফলোয়ার সেই জন্যই বেড়েছে। কিন্তু সবাই আমাকে ভালোবাসে"।

Post a Comment

Previous Post Next Post