Ads:

Kalshap (কালসাপ) Lyrics by SamZ Vai || Bangla New Song 2022

Song's Informations
Name of the Song - Kalshap
Song's Vocalist - SamZ Vai
Song's Composer - SamZ Vai
Song's Lyricist - SamZ Vai
Song's Release Date - 7 December 2021
Song's Published on SamZ Vai Official Youtube Channel


"কালসাপ" গানটির সম্পূর্ণ লিরিক্স

কিছু ইচ্ছে থাকে মন মন্দিরে
আশায় বাঁধিয়া চুল
কিছু নিজেদের দোষে হারাইয়া সুখ
ভাবি নিয়তির ভুল।

যত গরজে তত বর্ষে না ভালোবাসা ঠিক তেমন
আমার নির্ঘুম রাত অপেক্ষা দিন কাকতাড়ুয়ার মতো
আমার বাইরের দেয়ালটা রেখেছি চকচকে সাজিয়ে
যেনো ভেতরটাকে কেউ না দেখে 
পুরোটাই গেছে ঝং পড়ে।

তবু মনের গলায় কাটার মালা গোলাপ দেয়া উপরে
এক কালসাপে দংশিয়াছে বুক
তুই বীনে কে বিষ ছাড়ে।

আমি কানা তুইও কানা
কানায় কানায় ভাব জমে না
মন মজাইছিলি কেন আমার সনে।

আমার পরাণ জ্বালাইয়া
তারা গুনিস কারে লইয়া
আমার পরাণ জ্বালাইয়া
তারা গুনিস কারে লইয়া।

ভাসলাম গো আমি নর্দমার জলে
রইলো না কেউ দুঃখেরও কালে
ও বন্ধু রে
রইলো না কেউ দুঃখেরও কালে।

আমার একটা নদী ছিলো
ভাসিতো সে তুইলা পাল
বছর বছর আইলো গেলো
পাইলো শেষে পাশের খাল।

সব হারাইলাম এভাবে
এভাবে কি দিন যাবে
সব হারাইলাম এভাবে
এভাবে কি দিন যাবে।

চুল দাড়ি পাকলো অকালে
ও বন্ধু রে
রইলো না কেউ দুঃখেরও কালে।

রইলো না কেউ দুঃখেরও কালে
ও বন্ধু রে
রইলো না কেউ দুঃখেরও কালে।

কিছু ইচ্ছে থাকে মন মন্দিরে
আশায় বাঁধিয়া চুল
কিছু নিজেদের দোষে হারাইয়া সুখ
ভাবি নিয়তির ভুল।

যত গরজে তত বর্ষে না ভালোবাসা ঠিক তেমন
আমার নির্ঘুম রাত অপেক্ষা দিন কাকতাড়ুয়ার মত
আমার বাইরের দেয়ালটা রেখেছি চকচকে সাজিয়ে
যেনো ভেতরটাকে কেউ না দেখে
পুরোটাই গেছে ঝং পড়ে।

তবু মনের গলায় কাটার মালা গোলাপ দেয়া উপরে
এক কালসাপে দংশিয়াছে বুক 
তুই বীনে কে বিষ ছাড়ে।

Post a Comment

Previous Post Next Post