Ads:

গজলের নাম - কালেমা নসীবে মোর দিও
কন্ঠশিল্পী - মাহফুজুল আলম
সুরকার - আহমেদ আবদুল্লাহ
গীতিকার - আহমেদ আবদুল্লাহ

বাংলা ইসলামিক গজল অপূর্ব সুন্দর ও প্রশান্তির। "কালেমা নসীবে মোর দিও" গজলটি খুবই মনোমুগ্ধকর, যা আপনার মনকে প্রশান্তি দিবে। "কালেমা নসীবে মোর দিও" গজলটি গেয়েছেন কলরবের কন্ঠশিল্পী প্রয়াত মাহফুজুল আলম। তার অপূর্ব কণ্ঠ গজলটিকে করেছেন অতি আকর্ষণীয়। গজলটিতে সুর করেছেন আহমেদ আবদুল্লাহ। গজলটি মাহফুজুলের ইউটিউব চ্যানেল Mahfuzul Alam -এ 5 February 2021 -তে প্রকাশিত হয়।


"কালেমা নসীবে মোর দিও" গজলটির সম্পূর্ণ লিরিক্স

ডেকে নেবে যেদিন আমারে
তোমার প্রিয় করে নিও
হায়াতের দিন ফুরালে
খাতেমা ঈমান মোরে দিও
খাতেমা ঈমান মোরে দিও।

ও আল্লাহ আল্লাহ,
কালেমা নসিবে মোর দিও
কালেমা নসিবে মোর দিও।

তোমাকে করেছি পর দুনিয়া বুকে
দুনিয়া করেছে পাপী মরি ধুকে ধুকে
তোমাকে করেছি পর দুনিয়া বুকে
দুনিয়া করেছে পাপি মরি ধুকে ধুকে।

পরিনতি হবে কি চলে গেলে দম
মালাকুল মাউত আমার আসবে যখন
তখন তোমার রহমের হাত বারিও।

কালেমা নসিবে মোর দিও
কালেমা নসিবে মোর দিও
কালেমা নসিবে মোর দিও।

দু'হাতে কেড়েছি হক কত মানুষের
আঘাতে করেছি ক্ষত কত যে মনের
দু'হাতে কেঁড়েছি হক কত মানুষের
আঘাতে করেছি ক্ষত কত যে মনের।

মানিনিতো তোমারে থেকেছি বিমুখ
জবাবের ভয় বুকে কাঁপে ধুক ধুক
দয়াল মাবুদ মরনে কৃপা রাখিও।

কালেমা নসিবে মোর দিও
কালেমা নসিবে মোর দিও
কালেমা নসিবে মোর দিও।

কালেমা নসিবে মোর দিও
কালেমা নসিবে মোর দিও
কালেমা নসিবে মোর দিও।


Post a Comment

Previous Post Next Post