Ads:

গজলের নাম - রহমতে রমজান
কন্ঠশিল্পী - মুহাম্মদ বদরুজ্জামান এবং আহমদ আবদুল্লাহ
সুরকার - আহমেদ আবদুল্লাহ
গীতিকার - আহমেদ আবদুল্লাহ

বাংলা ইসলামিক গজল অপূর্ব সুন্দর ও প্রশান্তির। "রহমতে রমজান" রমজানের গজলটি খুবই মনোমুগ্ধকর, যা আপনার মনকে প্রশান্তি দিবে। "রহমতে রমজান" গজলটি গেয়েছেন কলরবের কন্ঠশিল্পী মুহাম্মদ বদরুজ্জামান এবং আহমদ আবদুল্লাহ। তাদের অপূর্ব কণ্ঠ গজলটিকে করেছেন অতি আকর্ষণীয়। গজলটিতে সুর করেছেন আহমেদ আবদুল্লাহ। গজলটি কলরবের ইউটিউব চ্যানেল Holy Tune -এ 3 April 2022 -তে প্রকাশিত হয়।

"রহমতে রমজান" গজলটির সম্পূর্ণ লিরিক্স

রওনাকে রমজান নিয়ামাতে রমজান

বারকাতে রমজান রাহমাতে রমজান

রওনাকে রমজান নিয়ামাতে রমজান

বারকাতে রমজান রাহমাতে রমজান।

তিলাওয়াত বা তাসবীহ ইফতার তারাবি 

আর সেহেরীতে দস্তরখানে নিয়ামাতের বায়ান 

রোজাদার সে চেহরায় নূরে নূর যে চমকায়

ইবাদাতেরি উৎসবে শামিল সারা জাহান।

রমজান মেহেরবান রমজান মেহেমান

রমজান মেহেরবান রমজান মেহেমান

রমজানে তো খুসবু ছড়ানো আলোদার ঈমান।

রওনাকে রমজান নিয়ামাতে রমজান

বারকাতে রমজান রাহমাতে রমজান

রওনাকে রমজান নিয়ামাতে রমজান

বারকাতে রমজান রাহমাতে রমজান।

রহমের বারিসে পূর্ণ সিয়ামের মাস

চলে ঘরে ঘরে ঈমান আমলের চাষ

রহমের বারিসে পূর্ণ সিয়ামের মাস

চলে ঘরে ঘরে ঈমান আমলের চাষ।

এক ওয়াক্তে পানাহার এক ওয়াক্তে পরিহার 

এক ওয়াক্তে পানাহার এক ওয়াক্তে পরিহার 

এক লক্ষ বুকে এক নিয়মে সব রোজাদার

অন্যন্য এক সুন্দর রমজান তো মহান।

রওনাকে রমজান নিয়ামাতে রমজান

বারকাতে রমজান রাহমাতে রমজান

রওনাকে রমজান নিয়ামাতে রমজান

বারকাতে রমজান রাহমাতে রমজান।

আযানে আযানে সেজদার পরে সংবাদ

ভাঙ্গে মুমিন মনের আয়েশি অবসান

আযানে আযানে সেজদার পরে সংবাদ

ভাঙ্গে মুমিন মনের আয়েশি অবসান।

আজ জাগছে ইমানদার গায় আল্লাহু আকবার 

আজ জাগছে ইমানদার গায় আল্লাহু আকবার

প্রাণ দুলছে পেয়ে পাক গোলামির সুখ সমাহার

অন্যন্য সান সওকতে রমজান তো মহান।

রওনাকে রমজান নিয়ামাতে রমজান

বারকাতে রমজান রাহমাতে রমজান

রওনাকে রমজান নিয়ামাতে রমজান

বারকাতে রমজান রাহমাতে রমজান।

Post a Comment

Previous Post Next Post