Ads:

গানের নাম - মাঝে মাঝে তব, দেখা পাই

কণ্ঠশিল্পী - অরিন্দম
কথা ও সুর - রবীন্দ্রনাথ ঠাকুর

"মাঝে মাঝে তব, দেখা পাই" রবীন্দ্রসঙ্গীত অরিন্দমের কন্ঠে গেয়েছেন। বাংলা এবং ইংরেজিতে লেখা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের গানটি। "মাঝে মাঝে তব, দেখা পাই" সংগীতটির কথা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। "মাঝে মাঝে তব, দেখা পাই" রবীন্দ্রসঙ্গীত বর্নো চক্রবর্তী, প্রশমিতা পল, অরিন্দম, জয়তী চক্রবর্তী, বাপ্পাদিত্য বন্দোপাধ্যায়, শান, ইমান চক্রবর্তী, অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, অলকা ইয়াগনিক, বাবুল সুপ্রিয়, ইন্দ্রানী মূখ্য সেন, শ্রীমঙ্গল, শ্রীমতি, শ্রীমতি, অরিজিৎ সিং, মোনালি ঠাকুর, সুভমিতা প্রমুখ গেয়েছেন।


"মাঝে মাঝে তব, দেখা পাই" গানটির সম্পূর্ণ লিরিক্স

দিব শ্রীচরণে বিষয়
দিব অকাতরে বিষয়
দিব তোমার লাগি
বিষয়-বাসনা বিসর্জন।

মাঝে মাঝে তব, দেখা পাই
চিরদিন কেন পাই না
মাঝে মাঝে তব, দেখা পাই
চিরদিন কেন পাই না।

কেন মেঘ আসে, হৃদয়-আকাশে
কেন মেঘ আসে, হৃদয়-আকাশে
তোমারে দেখিতে, দেয় না
মোহমেঘে তোমারে, দেখিতে দেয় না
মোহমেঘে তোমারে, অন্ধ করে রাখে
তোমারে দেখিতে দেয় না।

মাঝে মাঝে তব, দেখা পাই
চিরদিন কেন পাই না
মাঝে মাঝে তব, দেখা পাই
চিরদিন কেন পাই না।

ক্ষণিক আলোকে, আঁখির পলকে
তোমায় যবে পাই দেখিতে
ওহে ক্ষণিক আলোকে, আঁখির পলকে
তোমায় যবে পাই দেখিতে।

ওহে "হারাই হারাই", সদা হয় ভয়
"হারাই হারাই" সদা হয় ভয়
হারাইয়া ফেলি চকিতে
আশ না মিটিতে হারাইয়া
পলক না পড়িতে হারাইয়া
হৃদয় না জুড়াতে হারাইয়া
ফেলি চকিতে

মাঝে মাঝে তব, দেখা পাই
চিরদিন কেন পাই না
মাঝে মাঝে তব, দেখা পাই
চিরদিন কেন পাই না।


আশা করি, আমাদের পোস্টটি আপনাদের ভালো লেগেছে। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেস্টা করি আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার। আপনাদের মূলবান মন্তব্য বা পরামর্শ অবশ্যই নিচের কমেন্টে জানাবেন। আমাদের ওযেবসাইটে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Post a Comment

Previous Post Next Post