Ads:

গজলের নাম - এলো মাহে রমজান

কন্ঠশিল্পী - জাহিদ, সাকিব, গালিব, খালিদ, মামুন, নাসরুল্লাহ এবং নাইম 

সুরকার - মুহাম্মদ বদরুজ্জামান

গীতিকার - সাইদ উসমান

বাংলা ইসলামিক গজল অপূর্ব সুন্দর ও প্রশান্তির। "এলো মাহে রমজান" রমজানের গজলটি খুবই মনোমুগ্ধকর, যা আপনার মনকে প্রশান্তি দিবে। "এলো মাহে রমজান" গজলটি গেয়েছেন কলরবের ছোট কন্ঠশিল্পীরা জাহিদ, সাকিব, গালিব, খালিদ, মামুন, নাসরুল্লাহ ও নাইম। তাদের অপূর্ব কণ্ঠ গজলটিকে করেছেন অতি আকর্ষণীয়। গজলটিতে সুর করেছেন মুহাম্মদ বদরুজ্জামান। গজলটি কলরব ইউটিউব হলি টিয়ুন চ্যানেলে প্রকাশিত হয়।

"এলো মাহে রমজান" গজলটির সম্পূর্ণ লিরিক্স

রমজান এলো রমজান এলো

এলো মাহে রমজান,

রমজান এলো রমজান এলো

এলো মাহে রমজান।

ঈমানের রঙে রাঙাও হে ভাই

ঈমানের রঙে রাঙাও হে ভাই

তোমারই দিল বাগান।

রমজান এলো রমজান এলো

এলো মাহে রমজান,

রমজান এলো রমজান এলো

এলো মাহে রমজান।

ইবাদাতের মাসে সবাই

পূন্যো করো সঞ্চয়,

প্রভুর কাছে কেঁদে কেঁদে

করো প্রভুর মন জয়।

ইবাদাতের মাসে সবাই

পূন্যো করো সঞ্চয়,

প্রভুর কাছে কেঁদে কেঁদে

করো প্রভুর মন জয়।

তোমার তরে মহান প্রভুর

তোমার তরে মহান প্রভুর

বেহেশত টাকে সাজান।

রমজান এলো রমজান এলো

এলো মাহে রমজান,

রমজান এলো রমজান এলো

এলো মাহে রমজান।

রোজা রাখো পড়ো তারাবীহ্

করো তিলাওয়াত,

জান্নাতেরি নূরে নূরে করো

তোমারই দিল আবাদ।

রোজা রাখো পড়ো তারাবীহ

করো তিলাওয়াত,

জান্নাতেরি নূরে নূরে করো

তোমারই দিল আবাদ।

মাফ চেয়ে নাও প্রভুর কাছে

মাফ চেয়ে নাও প্রভুর কাছে

শোন ক্ষমার আযান।

রমজান এলো রমজান এলো

এলো মাহে রমজান,

রমজান এলো রমজান এলো

এলো মাহে রমজান।

তওবা করো তবেই পাবে

পাক ঈমানের স্বাদ,

শেষ দশকের ইতেকাফে

খোঁজ কদরের রাত।

তওবা করো তবেই পাবে

পাক ঈমানের স্বাদ,

শেষ দশকের ইতেকাফে

খোঁজ কদরের রাত।

রমজানে যে না পায় ক্ষমা

রমজানে যে না পায় ক্ষমা

সেই তো নাদান।

রমজান এলো রমজান এলো

এলো মাহে রমজান,

রমজান এলো রমজান এলো

এলো মাহে রমজান।

ঈমানের রঙে রাঙাও হে ভাই

ঈমানের রঙে রাঙাও হে ভাই

তোমারই দিল বাগান।

রমজান এলো রমজান এলো

এলো মাহে রমজান,

রমজান এলো রমজান এলো

এলো মাহে রমজান।

Post a Comment

Previous Post Next Post