Ads:

গানের নাম - বনে যদি ফুটল কুসুম

গায়কের নাম - অনুপম রায়

গানের কথা ও সুর - রবীন্দ্রনাথ ঠাকুর

"বনে যদি ফুটল কুসুম" গানটি গেয়েছিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী অনুপম রায়। "বনে যদি ফুটল কুসুম" গানটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। প্রায় ১০০ বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গানটি আজো জাদু বুনছে। গানটির শব্দগুলি আপনার হৃদয়কে বিদ্ধ করবে এবং আপনাকে অসাড় করে দিবে।


"বনে যদি ফুটল কুসুম" গানটির সম্পূর্ণ লিরিক্স

বনে যদি ফুটল কুসুম 
নেই কেন সেই পাখি, নেই কেন
নেই কেন সেই পাখি?

কোন সুদূরের আকাশ হতে আনব 
আনবো তারে ডাকি,

নেই কেন সেই পাখি, নেই কেন
নেই কেন সেই পাখি?

হাওয়ায় হাওয়ায় মাতন জাগে
পাতায় পাতায় নাচন লাগে গো (ll)

এমন মধুর গানের বেলায় সেই 
সেই শুধু রয় বাকি। 

নেই কেন সেই পাখি, নেই কেন
নেই কেন সেই পাখি?

হাওয়ায় হাওয়ায় মাতন জাগে
পাতায় পাতায় নাচন লাগে গো (ll)

এমন মধুর গানের বেলায় সেই 
সেই শুধু রয় বাকি। 

নেই কেন সেই পাখি, নেই কেন
নেই কেন সেই পাখি?

উদাস করা, হৃদয় হরা 
না জানি কোন ডাকে,
সাগর পারের বনের ধারে 
কে ভুলালো তাকে।

আমার হেথায় ফাগুন বৃথায়  
বারে বারে ডাকে যে তায় গো,
আমার হেথায় ফাগুন বৃথায়  
বারে বারে ডাকে যে তায় গো,

এমন রাতের ব্যাকুল ব্যথায় কেন,
কেন সে দেয় ফাঁকি?

নেই কেন সেই পাখি, নেই কেন
নেই কেন সেই পাখি?

বনে যদি ফুটল কুসুম 
নেই কেন সেই পাখি, নেই কেন
নেই কেন সেই পাখি?


আশা করি, আমাদের পোস্টটি আপনাদের ভালো লেগেছে। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেস্টা করি আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার। আপনাদের মূলবান মন্তব্য বা পরামর্শ অবশ্যই নিচের কমেন্টে জানাবেন। আমাদের ওযেবসাইটে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Post a Comment

Previous Post Next Post