Ki Dile Amay Tumi (কী দিলে আমায় তুমি) Lyrics by Chitra Singh | New Bengali Song 2022
Song's Informations
Name of the Song - Ki Dile Amay Tumi
Song's Vocalist - Chitra Singh
Cover by Nandita
Song's Composer - Jagjit Singh
Song's Lyricist - Mukul Dutt
Song's Release Date - 03 November 2022
Song's Published on Seylon Tea Youtube Channel
বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "কী দিলে আমায় তুমি" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "কী দিলে আমায় তুমি" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী চিত্রা সিং। তার অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন জগজিৎ সিং এবং গানটির কথা লিখেছেন মুকুল দত্ত। গানটি ইউটিউব চ্যানেল Seylon Tea -এ 03 November 2022 -তে প্রকাশিত হয়।
"কী দিলে আমায় তুমি" গানের সম্পূর্ণ লিরিক্স
কি দিলে আমায় তুমি
কেন আমার হাসি যে নাই
কি দিলে আমায় তুমি।
রঙিন কথা রাংতা পাতায় মুড়ে
ভালোবাসা তো নয়
কি দিলে আমায় তুমি।
বুকের ঠিক এই খানেতে
যেন ব্যাথার বাসা
কি জানি করলো মাতাল
কিসের এত নেশা।
নেশার ঘোরে দিনের আলো
এখন কালোই মনে হয়
কি দিলে আমায় তুমি।
ছিলাম আমি আপন মনে
কোনো ক্ষতি করি তো নাই
তবে কেন এমন করে
পথে বসালো রে আমায়।
জীবনের দোরে আমি
মাথা ঠুকে মরবো নাকি?
উড়ে যাবে খাঁচা ভেঙে
এবার বুঝি প্রাণের পাখি
কি হবে আমার এখন বলো
আমার কাছে আমি নাই।
কি দিলে আমায় তুমি
কেন আমার হাসি যে নাই
কি দিলে আমায় তুমি।
রঙিন কথা রাংতা পাতায় মুড়ে
ভালোবাসা তো নয়
কি দিলে আমায় তুমি
কি দিলে আমায় তুমি
কি দিলে আমায় তুমি
কি দিলে আমায় তুমি।
Post a Comment